আন্তর্জাতিক

ফ্লোরিডার ডিজনি রিসোর্টে কুমির দু’বছরের শিশু তেনে নিয়েছে গেছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডিজনি রিসোর্টে লেকের পাড়ে বসে থাকা দুই বছর বয়সী একটি শিশুকে  পানিতে টেনে নিয়ে গেছে কুমির। পুলিশে এখন কুমিরটির সন্ধানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, অরল্যান্ডোর ডিজনি গ্রান্ড ফ্লোরিডিয়ান রিসোর্ট অ্যান্ড স্পার সেভেন সিজ ল্যাগুনের পাড়ে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
বালকটির বাবা সঙ্গে সঙ্গে পানিতে নেমে কুমিরের চোয়াল থেকে ছেলেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হন বলে জানায় পুলিশ।
পুলিশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের ৫০ জনের একটি দল বালকটির সন্ধান করছে। পুলিশের মুখপাত্র জেফ উইলিয়ামসন বলেন, “আমরা একটি ছোট্ট বালককে খুঁজছি। আশা করছি পরিবারটিকে কিছুটা স্বস্তি দিতে পারব।”
এখন পর্যন্ত লেকটি থেকে চারটি কুমির ধরে সেগুলোকে হত্যা করে পরীক্ষা করা হয়েছে। কিন্তু সেগুলোর পেটে বালকটিকে খেয়ে ফেলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা উইলিয়ামসন জানান, “কৃত্রিম লেকটির যেখানে এ দুর্ঘটনা ঘটে সেখানে ‘নো সুইমিং’ লেখা বিপদ সংকেত টানানো ছিল। তারপরও বালকটি পানির একেবারে কাছে চলে যায়। ছেলেকে বাঁচাতে কুমিরের সঙ্গে লড়াই করতে গিয়ে বালকটির বাবা হাতে আঘাত পেয়েছেন।”
রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তরা জানান, ফ্লোরিডা জুড়ে জলাজঙ্গল, নদী ও লেকে কুমির বাস করে।
এরকম কুমিরের আক্রমণও সেখানে প্রায়ই ঘটে। ১৯৪৮ সাল থেকে এপর্যন্ত কুমিরের আক্রমণে ফ্লোরিডায় ২২ জন মারা গেছে।