চীন যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক আরোপ করলেও এখনো কোনো বাণিজ্য আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।
শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গ্রিয়ার বলেন, “এই মুহূর্তে কোনো আলোচনা শুরু হয়নি।”
চীনের সাম্প্রতিক প্রতিক্রিয়াকে “দুঃখজনক কিন্তু অপ্রত্যাশিত নয়” বলে মন্তব্য করেন তিনি।
গ্রিয়ার বলেন, “চীনের প্রতিক্রিয়া অবাক করার মতো না হলেও হতাশাজনক। এখন পর্যন্ত কেউ এই 'রিসিপ্রোকাল' শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়নি। চীনই প্রথম প্রতিক্রিয়া দেখিয়েছে, এ জন্যই তারা এখন ভিন্ন এক ক্যাটাগরিতে রয়েছে।”
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই বাণিজ্য যুদ্ধ নিয়ে তার প্রথম প্রকাশ্য মন্তব্যে বলেন, “চীন কোনো অন্যায় দমনকে ভয় পায় না।”
বাজারে ওঠানামা নিয়ে জেমিসন গ্রিয়ার বলেন, “বাজার কিছুটা সমন্বয় করতে পারে, তবে আমরা ভালো পথে আছি বলে মনে করি।”
তিনি আরও বলেন, “আমরা চীন থেকে অনেক কিছু আমদানি করি—এটা আসলে এই পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। আমাদের চীন নির্ভরতা কমিয়ে আনতে হবে।”
তবে তিনি আশাবাদী যে পারস্পরিক সম্মান ও বাস্তব চুক্তির মাধ্যমে চীনের সঙ্গে একটি কার্যকর সমঝোতায় পৌঁছানো সম্ভব।
“এটা বাস্তবায়নের বিষয়। পারস্পরিক বোঝাপড়া ও সম্মান থাকলে আমরা অবশ্যই সামনে এগোতে পারব,”— বলেন গ্রিয়ার।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম