যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা মিয়ানমারে তার কার্যক্রম শুরু করেছে। প্রথম দফায় মিয়ানমারের একটি টেলিকম কোম্পানিকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে তারা।
ওভারসিজ প্রাইভেট ইনভেস্টমেন্ট করপোরেশন (ওপিআইসি) ইয়াঙ্গুনভিত্তিক অ্যাপোলো টাওয়ার মিয়ানমার লিমিটেড নামের কোম্পানিটিতে বিনিয়োগ করছে। টেলিকমিউনিকেশন টাওয়ার নির্মাণ করে এই কোম্পানিটি।
ওপিআইসি'র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী এলিজাবেথ লিটলফিল্ড মিয়ানমারে তাদের প্রথম বিনিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, প্রথম এই বিনিয়োগে ওপিআইসি অ্যাপোলোর সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত।
২০১১ সালে মিয়ানমারের সাবেক জান্তা সরকার টেলিকম খাতকে বৈদেশিক বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেয়। ৪৯ বছরের সামরিক শাসনের পর সম্প্রতি দেশটিতে অং সাং সু চি নেতৃত্বাধীন দল ক্ষমতায় এসেছে।
ওভারসিজ প্রাইভেট ইনভেস্টমেন্ট করপোরেশন (ওপিআইসি) ইয়াঙ্গুনভিত্তিক অ্যাপোলো টাওয়ার মিয়ানমার লিমিটেড নামের কোম্পানিটিতে বিনিয়োগ করছে। টেলিকমিউনিকেশন টাওয়ার নির্মাণ করে এই কোম্পানিটি।
ওপিআইসি'র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী এলিজাবেথ লিটলফিল্ড মিয়ানমারে তাদের প্রথম বিনিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, প্রথম এই বিনিয়োগে ওপিআইসি অ্যাপোলোর সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত।
২০১১ সালে মিয়ানমারের সাবেক জান্তা সরকার টেলিকম খাতকে বৈদেশিক বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেয়। ৪৯ বছরের সামরিক শাসনের পর সম্প্রতি দেশটিতে অং সাং সু চি নেতৃত্বাধীন দল ক্ষমতায় এসেছে।