আন্তর্জাতিক

বাংলাদেশে দুর্নীতির অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশে দুর্নীতির অভিযোগে ব্রিটিশ লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টিউলিপসহ আরও ৫২ জনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জমি বরাদ্দ নেয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, টিউলিপ সিদ্দিক ৭,২০০ বর্গফুটের একটি প্লট অবৈধভাবে বরাদ্দ পান ঢাকার কূটনৈতিক জোনে, যা তার ফুফু ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে আদায় করা হয়েছে। মামলায় বলা হয়, শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় ও সাবেক সরকারি কর্মকর্তারা ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় জমি আত্মসাৎ করেন, যার মধ্যে টিউলিপও একজন সুবিধাভোগী। টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, “আমি কোনোদিন বাংলাদেশে কোনো জমি বরাদ্দে জড়িত ছিলাম না। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি পদক্ষেপ।” ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশের একটি সংবাদ প্রতিবেদনে তাঁর নাম একটি রাশিয়া-সমর্থিত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে উঠে আসে। এর পরেই তিনি যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রণালয়ে জুনিয়র মন্ত্রী হিসেবে পদত্যাগ করেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রত্যার্পণ চুক্তি না থাকায় তাঁকে দেশে ফিরিয়ে আনা আইনগতভাবে কঠিন হতে পারে। তবে ঢাকার আদালত আগামী ২৭ এপ্রিল তাঁকে হাজির হতে বলেছে, নইলে তাঁর বিরুদ্ধে বিচার কার্যক্রম অনুপস্থিতিতেই শুরু হবে। লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ মুখ। তাঁর এই জড়িয়ে পড়া শুধুমাত্র বাংলাদেশে নয়, ব্রিটিশ রাজনীতিতেও এক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলএবাংলাটাইমস/ওএম