আন্তর্জাতিক

আমকেরিকাতে সঙ্গীতশিল্পীকে গুলি করে খুন

যুক্তরাষ্ট্রে আরেকজন সঙ্গীতশিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম আলেজানদ্রো জানো ফুয়েনতেস। বৃহস্পতিবার তাকে শিকাগোতে গুলি করা হয়।
এর আগে ফ্লোরিডার অরল্যান্ডোতে অটোগ্রাফ দেয়ার সময় গুলি করে হত্যা করা হয় সঙ্গীতশিল্পী ক্রিস্টিনা গ্রিমিকে।
যুক্তরাষ্ট্রের টেলিভিশনের সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠানে ‘দ্য ভয়েস’-এ অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া ২২ বছর বয়সী ক্রিশ্চিয়ানা একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশনের সময় হামলার শিকার হন। ওই বন্দুকধারী ক্রিশ্চিয়ানাকে গুলি করার পর আত্মহত্যা করেন।
গালফ নিউজ লিখেছে, ২০১১ সালে দ্য ভয়েস নামে একটি মেক্সিকান সংস্করণের শোতে অংশ নেন শিকাগোর সঙ্গীতশিল্পী আলেজানদ্রো। তিনি বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করার সময় অস্ত্রধারীরা তাদেরকে ঘিরে ফেলে এবং গুলি করে। কুক কাউন্টি মেডিকেল এক্সামিনারস অফিস তার মৃত্যুর খবর নিশ্চিত করে।