আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা বন্ধে জাতিসংঘকে চিঠি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য মুসলমানসহ বিশ্বের প্রতিটি দেশের প্রতি আহ্বান জানিয়েছে দেশের তরিকতপন্থী কয়েকটি ইসলামি দল। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার সকালে ‘ম্যাস গেদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে লাখো মানুষের সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইনের ব্যানারে আয়োজিত এই সমাবেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে রাষ্ট্রীয় স্বীকৃতি চাওয়া হয়। আন্দোলনকারীরা ইসরায়েলি বর্বরতা বন্ধে জাতিসংঘকে চিঠি দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানায়। সমাবেশে ঘোষণাপত্র প্রকাশ করে আন্দোলনকারীরা। মাওলানা আবুল কাশেম ফজলুল হকের পাঠ করা ঘোষণাপত্রে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়। ‘ম্যাস গেদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচির আওতায় নানা শ্রেণি-পেশার মানুষ আজ ভোর থেকেই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে একত্রিত হতে শুরু করে। শুধু প্রেসক্লাব নয়; পল্টন, বায়তুল মোকাররম, হাইকোর্টের সামনে থেকে মৎস ভবন ও শিক্ষা ভবনের সামনে থেকে গুলিস্তান এলাকাজুড়ে ফিলিস্তিনের প্রতি সমর্থনের ঢেউ ছড়িয়ে পড়ে।
গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে মূলত সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের পরিকল্পনা করেছিল বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। সেখানে অনুমতি না দিয়ে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্টোপলিটন পুলিশ–ডিএমপি। শেষ পর্যন্ত সেই স্থানের বদলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৬টি শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হয়। অংশগ্রহণকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা এবং সংহতির বার্তা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মানবতার পক্ষে আওয়াজ তোলে।   এলএবাংলাটাইমস/আইটিএলএস