কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতির মধ্যে জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আবার গোলাগুলি হয়েছে। আজ রোববার এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ২৬-২৭ রাতে পাক সেনাবাহিনীর পোস্ট থেকে বিপরীতে অবস্থানরত তুতমারি গালি ও রামপুরা সেক্টরে ছোট আকারের অস্ত্র দিয়ে উসকানিমূলক গোলা ছোড়া হয়েছে। আমাদের সেনারা ছোট আকারের অস্ত্র দিয়ে এর উপযুক্ত জবাব দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এইনিয়ে টানা তৃতীয় দিনের মতো দুই দেশের বাহিনীর মধ্যে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি হলো। তবে এতে কোনও হতাহতের রিপোর্ট পাওয়া যায়নি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস