পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘর্ষ ও যুদ্ধবিরতির পর আজ সোমবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। কর্মকর্তারা জানায়, অপারেশন সিন্দুরের পর এটি তার প্রথম ভাষণ।
চার দিন ধরে যুদ্ধের পর ভারত ও পাকিস্তান তাৎক্ষণিকভাবে স্থল, আকাশ ও সমুদ্রে সকল ধরণের সংঘর্ষ বন্ধ করার বিষয়ে শনিবার একমত হয়েছে। এর দুই দিন পর আজ স্থানীয় সময় রাত ৮টায় মোদির এই ভাষণটি আসছে।
কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের দিকে আঙ্গুল তোলে। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়।
পরে দুই দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানোর কথা বলে। এরপর শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস