যুুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ভারী বর্ষণ ও বন্যায় দুই শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে।দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ওয়েস্ট ভার্জিনিয়ার ৫৫টি কাউন্টির (জেলা) ৪৪টিতে জরুরী অবস্থা জারি করা হয়েছে।আকস্মিক বন্যায় একটি শপিংমলে আটকা পড়েছে ৫’শরও বেশি মানুষ। ভেসে গেছে ১’শ টিরও বেশি বাড়ি, বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। চলছে উদ্ধার অভিযান।ভারী বর্ষণ এবং বন্যায় অঙ্গরাজ্যটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় বলে জানান গভর্নর আর্ল রেই টম্বলিন। অভ্যন্তরীণ দুর্যোগ মোকাবিলায় ন্যাশনাল গার্ডের ২’শ জন সেনা কাজ করছে।পরিস্থিতি এতোই খারাপ যে এই বন্যাকে ওয়েস্ট ভার্জিনিয়ায় শতাব্দীর ‘ভয়াবহতম’ বন্যা বলে মন্তব্য করেন গভর্নর।