আন্তর্জাতিক

অবৈধ বাংলাদেশিদের ধরতে ওড়িশাজুড়ে অভিযান চলছে

অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ধরতে বড় আকারের অভিযান শুরু করেছে ভারতের ওড়িশা রাজ্যের পুলিশ। গত সোমবার রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন এই তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়, রাজ্যের পুরি, জগতসিংপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর এবং গ্যাঞ্জম জেলাকে অবৈধ অভিবাসীর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকারের অনুমান, আনুমানিক দেড় লাখ বাংলাদেশি সেখানে বসতি স্থাপন করেছে। এর মধ্যে অন্তত চার হাজার ৫০০ জন যথাযথ কাগজপত্র ছাড়াই বসবাস করছেন। ইতোমধ্যে ভুবেনেশ্বরে অভিযান শুরু হয়েছে এবং অন্য জেলাতেও শিগগিরই এই অভিযান শুরু হবে বলে প্রতিবেদনে বলা হয়।  আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে বসবাসকারী সকলকে বহিষ্কার করা হবে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বাড়ি নির্মাণ, বর্জ্য সংগ্রহ ও রাস্তায় বিক্রির কাজে নিয়োজিত বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করার জন্য সরকার একটি প্রক্রিয়া শুরু করেছে।  ভুবনেশ্বরের ডেপুটি পুলিশ কমিশনার জগমোহন মীনা জানান, যেসব বিদেশির কাছে প্রয়োজনীয় বৈধ সনদ নেই, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সমস্ত থানাকে বলা হয়েছে।  কোনও অবৈধ বাংলাদেশি যেন রাজ্যে কোনও কর্মক্ষেত্রে নিয়োজিত থাকতে না পারেও তা নিশ্চিত করতে বলা হয়। পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, ওড়িশায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করার জন্য আমাদের একটি স্পষ্ট অবস্থান রয়েছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস