আন্তর্জাতিক

মস্কোয় ব্যাপক ড্রোন হামলা, বিমান চলাচল সাময়িক ভাবে বন্ধ

রাশিয়ার রাজধানী মস্কোর আকাশে ব্যাপক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এসব হামলার ফলে  বৃহস্পতিবার চারটি বিমানবন্দরের মধ্যে তিনটিতে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করা হয়। শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন ও রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু বর্তমানে আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। মস্কো টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির মুখপাত্র আর্টিওম কোরেনিয়াকো জানান, ডোমোদেদোভো এবং ঝুকভস্কি বিমানবন্দরগুলো অভ্যন্তরীণ এবং বহির্গামী উভয় ধরণের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। এই হামলার একদিন আগেই শহরের দিকে আরও ২৭টি ড্রোন ছোড়া হয়েছিল উল্লেখ করে টেলিগ্রামের এক পোস্টে মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, গত রাত ১২টার পর থেকে মস্কোর দিকে ছুটে আসা ২৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার স্থানে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন। গত তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন সংঘাতে প্রতিদিনই পাল্টাপাল্টি ড্রোন হামলা চলছে। কিন্তু মস্কো তুলনামূলকভাবে এ ধরনের হামলা থেকে অনেকটাই নিরাপদ ছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস