রাশিয়া ও ইউক্রেনের দ্বিতীয় দফার সরাসরি শান্তি আলোচনা কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। তবে দুই দেশের মধ্যে আরও যুদ্ধবন্দি বিনিময় নিয়ে সমঝোতা হয়েছে।
আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেন দাবি করেছে রাশিয়া নিঃশর্ত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। যদিও রাশিয়ান প্রতিনিধি দল কয়েকটি নির্দিষ্ট এলাকায় দুই-তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে পূর্ণ যুদ্ধবিরতি এখনো সম্ভব হয়নি। কিন্তু সোমবার তুরস্কের ইস্তাম্বুলে এক ঘণ্টারও বেশি সময় আলোচনায় উভয় পক্ষ অসুস্থ ও গুরুতর আহত যুদ্ধবন্দি এবং ২৫ বছরের কম বয়সীদের বিনিময়ে সম্মত হয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ আক্রমণ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে শুরু হওয়া যুদ্ধ বন্ধের দ্বিতীয় দফাও ব্যর্থ হলো। দীর্ঘ যুদ্ধের পর বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ অঞ্চল দখল করেছে, যার মধ্যে ২০১৪ সালে দখল করা দক্ষিণ ক্রিমিয়াও অন্তর্ভুক্ত।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জানান, ইউক্রেন অন্তত ৩০ দিনের জন্য পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে, কিন্তু রাশিয়া তা মেনে নেয়নি। তবে মস্কো ইস্তাম্বুলে যুদ্ধবিরতির জন্য কিছু পরিকল্পনা তুলে ধরেছে। দুপুরে মস্কো-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়া শর্ত দিয়েছে দক্ষিণ-পূর্বের চারটি আংশিক দখলকৃত অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।
নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা আলোচনার শুরুনির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা আলোচনার শুরু
আলোচনা শেষ হলেও যুদ্ধবিরতি প্রস্তাব উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। কিন্তু বন্দি বিনিময়ের পাশাপাশি দুই দেশ তাদের ১২,০০০ সৈন্যের মৃতদেহ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
আলোচনা শেষ হলেও যুদ্ধবিরতি প্রস্তাব উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। কিন্তু বন্দি বিনিময়ের পাশাপাশি দুই দেশ তাদের ১২,০০০ সৈন্যের মৃতদেহ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস