মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাম্প্রতিক সমালোচনা সত্ত্বেও ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কিকে সংঘাত সমাধানের পথে 'প্রধান বাধা' হিসেবে বিবেচনা করে চলেছেন। সূত্রের বরাত দিয়ে শনিবার (১২ জুলাই) ফিনান্সিয়াল টাইমস এ কথা জানিয়েছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গত মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, তিনি পুতিনের ওপর 'অসন্তুষ্ট'। তিনি দাবি করেন, রাশিয়ান নেতা সংঘাতের অবসান চান না। পরে রাশিয়ান জ্বালানি ও পণ্য ক্রয়কারী দেশগুলোর ওপর ৫০০% শুল্ক আরোপের বিষয়ে ওয়াশিংটনে আলোচনার খবরের মধ্যে তিনি শিগগিরই রাশিয়া সম্পর্কে একটি 'দীর্ঘ বিবৃতি' ঘোষণা করেন। তবে ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা আলোচনায় জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, হোয়াইট হাউস আসলে কিয়েভপন্থী অবস্থান গ্রহণ করেছে, এমন খুব কম ইঙ্গিতই পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সমর্থকরা 'এখনো ধরে নিচ্ছেন যে, ট্রাম্প যে কোনো মীমাংসার ক্ষেত্রে পুতিনকে তার প্রধান আলোচনার অংশীদার এবং জেলেনস্কিকে একটি কার্যকর শান্তি চুক্তির প্রধান বাধা হিসেবে দেখতে আগ্রহী।' ফিনান্সিয়াল টাইমসের রিপোর্টটি জুন মাসে নিউ ইয়র্ক টাইমসের একটি নিবন্ধের প্রতিধ্বনি করে, যেখানে দাবি করা হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কি উভয়ের প্রতিই 'বিরক্ত', তবে ইউক্রেনীয় নেতার প্রতি 'বিশেষ বিদ্বেষ পোষণ করেন'। তিনি জেলেনস্কিকে 'খারাপ লোক' হিসেবে দেখেন, যিনি সবাইকেএকটি বিশ্বব্যাপী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। মে মাসে ট্রাম্প প্রকাশ্যে জেলেনস্কির সমালোচনা করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, 'তার (জেলেনস্কির) মুখ থেকে বের হওয়া সবকিছুই সমস্যার সৃষ্টি করে।' তবে দু'জনের মধ্যে সবচেয়ে তীব্র প্রকাশ্য বিতণ্ডা ঘটে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে। সে সময় ট্রাম্প জেলেনস্কির বিরুদ্ধে 'অকৃতজ্ঞতা' এবং 'তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার' অভিযোগ করেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গত মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, তিনি পুতিনের ওপর 'অসন্তুষ্ট'। তিনি দাবি করেন, রাশিয়ান নেতা সংঘাতের অবসান চান না। পরে রাশিয়ান জ্বালানি ও পণ্য ক্রয়কারী দেশগুলোর ওপর ৫০০% শুল্ক আরোপের বিষয়ে ওয়াশিংটনে আলোচনার খবরের মধ্যে তিনি শিগগিরই রাশিয়া সম্পর্কে একটি 'দীর্ঘ বিবৃতি' ঘোষণা করেন। তবে ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা আলোচনায় জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, হোয়াইট হাউস আসলে কিয়েভপন্থী অবস্থান গ্রহণ করেছে, এমন খুব কম ইঙ্গিতই পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সমর্থকরা 'এখনো ধরে নিচ্ছেন যে, ট্রাম্প যে কোনো মীমাংসার ক্ষেত্রে পুতিনকে তার প্রধান আলোচনার অংশীদার এবং জেলেনস্কিকে একটি কার্যকর শান্তি চুক্তির প্রধান বাধা হিসেবে দেখতে আগ্রহী।' ফিনান্সিয়াল টাইমসের রিপোর্টটি জুন মাসে নিউ ইয়র্ক টাইমসের একটি নিবন্ধের প্রতিধ্বনি করে, যেখানে দাবি করা হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কি উভয়ের প্রতিই 'বিরক্ত', তবে ইউক্রেনীয় নেতার প্রতি 'বিশেষ বিদ্বেষ পোষণ করেন'। তিনি জেলেনস্কিকে 'খারাপ লোক' হিসেবে দেখেন, যিনি সবাইকেএকটি বিশ্বব্যাপী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। মে মাসে ট্রাম্প প্রকাশ্যে জেলেনস্কির সমালোচনা করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, 'তার (জেলেনস্কির) মুখ থেকে বের হওয়া সবকিছুই সমস্যার সৃষ্টি করে।' তবে দু'জনের মধ্যে সবচেয়ে তীব্র প্রকাশ্য বিতণ্ডা ঘটে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে। সে সময় ট্রাম্প জেলেনস্কির বিরুদ্ধে 'অকৃতজ্ঞতা' এবং 'তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার' অভিযোগ করেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস