আন্তর্জাতিক

ভোটার তালিকায় বিশাল গরমিল: তিন লাখের ঠিকানা অনুপস্থিত

ভারতের বিহার রাজ্যের খসড়া ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির একটি গণমাধ্যম। যেখানে ২ লাখ ৯২ হাজার ৪৮ জন ভোটারের বাড়ির নম্বর হিসেবে ‘শূন্য’ উল্লেখ করা হয়েছে। খসড়া ওই ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয় ১ আগস্ট। বিরোধী দলগুলোর অভিযোগ, এই অসঙ্গতিকে কারণ দেখিয়ে তালিকা থেকে অনেক ভোটারকে বাদ দেওয়া হতে পারে। নিউজলন্ড্রি নামের গণমাধ্যমটি দাবি করেছে, তারা বিধানসভার ৮৭ হাজার ৮৯৮টি ভোটকেন্দ্রের খসড়া ভোটার তালিকা পরীক্ষা করেছে। এত সংখ্যক কেন্দ্র বিধানসভার ২৩৫টি আসনের। ৭ কোটির বেশি ভোটারের তালিকা পরীক্ষা করে তারা ঠিকানা সংক্রান্ত ওই অসঙ্গতি পেয়েছে। নিউজলন্ড্রির প্রতিবেদনটি প্রকাশ হয় গতকাল শনিবার। বিহারের উপপ্রধান নির্বাচন কর্মকর্তা বলেন, অনেক সময় ভোটাররা তাদের বাড়ির নম্বর পূরণ করেন না। সেক্ষেত্রেও নির্বাচন কমিশনের ওয়েবসাইট এ ধরনের (নিবন্ধন) আবেদন গ্রহণ করে। তখন বাড়ির নম্বরের জায়গায় স্বয়ক্রিংয়ভাবে ‘শূন্য’ দেখানো হয়। এ ধরনের ত্রুটি হয়। আমরা এটি সংশোধনের চেষ্টা করব। সম্প্রতি ভারতে ভোটার তালিকা তৈরি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন, বিজেপি ও নির্বাচন কমিশন মিলে ভোটার তালিকায় ব্যাপক জালিয়াতি করেছে। নিউজলন্ড্রি বলছে, বিতর্ক ওঠার পর নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে ভোটার তালিকার ফরম্যাট পরিবর্তন করেছে। এই ফরম্যাট ‘মেশিন রিডেবল’ না। এ কারণে তারা আটটি বিধানসভা আসনের ২ হাজার ১৮৪টি ভোটকেন্দ্রের তথ্য বিশ্লেষণ করতে পারেনি। বিহারের মগধ ও পাটনায় সবচেয়ে বেশি সংখ্যক ভোটারের বাড়ির নম্বর ‘শূন্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে।   এলএবাংলাটাইমস/আইটিএলএস