ইউক্রেইন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কায় বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্ষমতাধর দুই নেতা আঙ্করেজের এলমেনডর্ফ-রিচার্ডসন ঘাঁটির একটি কক্ষে পাশাপাশি বসেছেন। তাদের সঙ্গে দুইজন করে সহযোগী আছেন। খবর বিবিসির
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন যেখানে বসেছেন, সেখানে তাদের পেছনে একটি নীল রঙের ব্যানারে লেখা ‘পারসুইং পিস’।
এ সময় ট্রাম্প বা পুতিন কোনো বক্তব্য দেননি। সাংবাদিকরা প্রশ্ন ছুঁড়লেও কেউ কোনো উত্তর দেননি। শুধামাত্র ট্রাম্প বলেন, ‘ধন্যবাদ। অনেক ধন্যবাদ।’ এরপর সাংবাদিকদের কক্ষ থেকে বের করে দেওয়া হয়।
এর আগে ক্ষমতাধর দুই নেতাকে বহনকারী বিশেষ ফ্লাইট অবতরণের পর থেকেই আলোচনা হচ্ছিল তারা একই গাড়িতে বৈঠকের স্থানে যাবেন নাকি আলাদা যাবেন। অবশেষে সব জল্পনা উড়িয়ে একই গাড়িতে চড়ে বসেন ট্রাম্প-পুতিন।
তার আগে প্রথমে পুতিনকে বহনকারী ফ্লাইট আলাস্কার আ্যাঙ্কোরেজে অবতরণ করে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় অবতরণ করেন বিশেষ ফ্লাইটে করে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বৈঠকে ট্রাম্পসহ তিনজন এবং পুতিনের সঙ্গেও আরও দুজন থাকবেন। পুতিনের সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ।
লাভরভ ও উশাকভ অভিজ্ঞ কূটনীতিক, যারা রাশিয়ার পররাষ্ট্রনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
লাভরভ ২০ বছরেরও বেশি সময় ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দিচ্ছেন, আর উশাকভ—যিনি এক দশকেরও বেশি সময় ধরে প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ উপদেষ্টা। তিনি এর আগে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস