পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা মূলত ভারতের অহংকারের ফলাফল। ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়া উচিৎ। অবসরপ্রাপ্ত মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট এমনটাই মনে করেন।
দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত থামানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারবার কৃতিত্ব নিয়ে আসছেন। কিন্তু নয়াদিল্লি এখানে তৃতীয় কোনো দেশকে একক কৃতিত্ব দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, সরাসরি দুই দেশের মধ্যে এই যুদ্ধবিরতি হয়েছিল। এরপর থেকে নরেন্দ্র মোদি ও ট্রাম্পের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যায়।
'পিয়ার্স মরগান আনসেন্সর্ড'-এ বক্তব্য দিতে গিয়ে অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ভারতের যে অহংকার প্রকাশিত হয়েছে, তাতে এই সত্যে প্রকাশ পায় যে, আমরা এখন পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছি।'
তিনি উল্লেখ করেন, 'ফিল্ড মার্শাল মুনিরের এখন ট্রাম্পের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, যা ভারতকে কিছুটা চিন্তিত করা উচিত।'
ফিল্ড মার্শাল মুনির সর্বশেষ জুন মাসে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। সেখানে তিনি হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে ট্রাম্পের সঙ্গে এক বিরল একক বৈঠকে বসেন।
ভারত-পাকিস্তান সশস্ত্র সংঘাতের পটভূমিতে জুন মাসে এই সফরটি অনুষ্ঠিত হয়েছিল। ইসলামাবাদ মনে করে, ওয়াশিংটন পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় হামলার পর যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে সহায়তা করেছিল।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস