সুপার টাইফুন নেপারতাকের প্রভাবে সৃষ্ট বাতাস ও বৃষ্টির কারণে চীনে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৮ জন নিখোঁজ রয়েছেন।
সোমবার দেশটির সরকার এই তথ্য জানিয়েছে।
জনসম্পর্কিত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে ঘূর্ণিঝড় নেপারতাক মূল আঘাতটি হানে। সেখানেই নয়জন মারা গেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কারণে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় সাড়ে ১৩ কোটি মার্কিন ডলার। ১৬ হাজার হেক্টর জমির শস্য ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়ে নয়শতাধিক বাড়ি-ঘর।
এদিকে নেপারতাকের আঘাতে তাইওয়ানে অন্ততপক্ষে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন তিনশতাধিক মানুষ।
চীনের মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চলে নেপারতাকের কারণে প্রবল বন্যার সৃষ্টি হয়েছে।
সোমবার দেশটির সরকার এই তথ্য জানিয়েছে।
জনসম্পর্কিত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে ঘূর্ণিঝড় নেপারতাক মূল আঘাতটি হানে। সেখানেই নয়জন মারা গেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কারণে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় সাড়ে ১৩ কোটি মার্কিন ডলার। ১৬ হাজার হেক্টর জমির শস্য ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়ে নয়শতাধিক বাড়ি-ঘর।
এদিকে নেপারতাকের আঘাতে তাইওয়ানে অন্ততপক্ষে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন তিনশতাধিক মানুষ।
চীনের মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চলে নেপারতাকের কারণে প্রবল বন্যার সৃষ্টি হয়েছে।