আন্তর্জাতিক

ইতালির ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২০

ইতালির দক্ষিণাঞ্চলে একটি জলপাই বাগানের মাঝে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন এবং শতাধিক নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে দেশটির আপুলিয়া শহরের দক্ষিণে আন্দ্রিয়া শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।

বিবিসির খবরে বলা হয়- পুলিশ বলছে, দেশটির কোরাটো এবং আন্দ্রিয়া শহর দু'টির মধ্যে একটি এককভাবে প্রসারিত ট্র্যাকে আন্তঃনগর ব্যারি ও বারলেট্টা নামক দুই ট্রেনের মধ্যে এ দুর্ঘটনাটি ঘটনা ঘটে। যাতে ২০ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৩৫ জনের মত আহত।

জরুরি সেবার মাধ্যমে বিধ্বস্ত বগি থেকে আহত যাত্রীদেরকে বের করার চেষ্টা করা হচ্ছে। এরমধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া একটা ছোট বাচ্চাও রয়েছে, যাকে এয়ারলিফটে করে হাসপাতালে নেয়া হয়েছে। আর আহতদের চিকিৎসার্থে রক্ত দাতাদের এগিয়ে আসার জন্য আবেদন করেছেন স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে উভয় ট্রেনের মধ্যে যত লোক ছিল তাদের সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি