৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এই ঘটনায় সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে ফোনালাপে দুঃখ প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
হোয়াইট হাউস জানায়, হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি নাগরিক নিহত হওয়ায় নেতানিয়াহু দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কাতারের ভূখণ্ড লক্ষ্য না করার অঙ্গীকার করেন। বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও।
তাদের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশের পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ক্ষমা চাওয়া এবং আগাম হামলা না চালানোর প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উল্লেখ্য, ইসরায়েল দাবি করেছে—দোহায় হামলার লক্ষ্য ছিল গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়ায় যুক্ত হামাস নেতারা। হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত হলেও শীর্ষ নেতারা রক্ষা পান।
এলএবাংলাটাইমস/আইটিএলএস