আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও সেনা প্রধান গাজা পরিদর্শনে

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার শনিবার (১১ অক্টোবর) গাজা সফর করেছেন। ইসরায়েলের ইয়েদিওথ আহরোনোথ দৈনিক এবং ফক্স নিউজের সংবাদদাতা জেনিফার গ্রিফিন জানিয়েছেন, উইটকফ এবং কুপারের এই সফরের লক্ষ্য ছিল সম্মত এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার সম্পন্ন হয়েছে কি না, তা নিশ্চিত করা।
এক বিবৃতিতে মার্কিন কমান্ডার বলেছেন, 'সেন্টকমের নেতৃত্বে একটি বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র (সিএমসিসি) প্রতিষ্ঠার জন্য আমরা কীভাবে এগিয়ে যাচ্ছি, তা জানাতে আমরা গাজা সফর করেছি। এটি (সিএমসিসি) সংঘাত-পরবর্তী স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য কার্যক্রম সমন্বয় করবে।' তিনি উল্লেখ করেন, 'গাজায় কোনো মার্কিন সেনা না থাকা সত্ত্বেও এই মহান প্রচেষ্টা সফল হবে।'   এলএবাংলাটাইমস/আইটিএলএস