ক্রিমিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টার সময় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত তাদের নিজস্ব 'Su-30SM' মডেলের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) ইউক্রেনের নৌবাহিনী এ দাবি করেছে।
সামরিক গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ইউক্রেনীয় নৌবাহিনী জানায়, উত্তর-পশ্চিম ক্রিমিয়ায় বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে উভয় ইঞ্জিনেই আগুন ধরে যায়। তবে ক্রুরা সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়।
নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক ইউক্রেনীয় টেলিভিশনকে বলেন, 'তারা (রাশিয়া) এত সক্রিয়ভাবে ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করছিল যে, তারা নিজেদের বিমানকেই গুলি করে ভূপাতিত করেছে।' মস্কো টাইমসের প্রতিবেদন অনুসারে, রাশিয়ান কর্তৃপক্ষ 'ফ্রেন্ডলি ফায়ার'র খবরের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
অপরদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতারাতি ৬১টি ইউক্রেনীয় ড্রোনকে বাধা দিয়েছে এবং ধ্বংস করেছে। এর মধ্যে ৩৮টি ক্রিমিয়া এবং কৃষ্ণ সাগরের ওপর দিয়ে ছিল। ক্রিমিয়ার মস্কো-নির্বাচিত গভর্নর সের্গেই আকসিওনভ বলেছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় উপদ্বীপজুড়ে বেশ কয়েকটি বৈদ্যুতিক সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। তবে তিনি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা উল্লেখ করেননি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক ইউক্রেনীয় টেলিভিশনকে বলেন, 'তারা (রাশিয়া) এত সক্রিয়ভাবে ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করছিল যে, তারা নিজেদের বিমানকেই গুলি করে ভূপাতিত করেছে।' মস্কো টাইমসের প্রতিবেদন অনুসারে, রাশিয়ান কর্তৃপক্ষ 'ফ্রেন্ডলি ফায়ার'র খবরের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
অপরদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতারাতি ৬১টি ইউক্রেনীয় ড্রোনকে বাধা দিয়েছে এবং ধ্বংস করেছে। এর মধ্যে ৩৮টি ক্রিমিয়া এবং কৃষ্ণ সাগরের ওপর দিয়ে ছিল। ক্রিমিয়ার মস্কো-নির্বাচিত গভর্নর সের্গেই আকসিওনভ বলেছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় উপদ্বীপজুড়ে বেশ কয়েকটি বৈদ্যুতিক সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। তবে তিনি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা উল্লেখ করেননি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস