আমেরিকায় গত এক বছরে পুলিশের হাতে এক হাজারের বেশি নিহত এবং প্রায় ৫৪ হাজার আহত হয়েছে। এছাড়া, প্রায় এক কোটি ২৩ লাখ মানুষকে গ্রেফতার করা হয়েছে বা তাদের বিরুদ্ধে তল্লাসি চালানো হয়েছে।
ব্রিটিশ মেডিক্যাল জার্নালের এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে।
পেরিলস অফ পুলিশ অ্যাকশন: এ কশানারি টেল ফরম ইউএস ডাট সেটস নামের এ সমীক্ষায় আরো বলা হয়েছে, আগ্নেয়ান্ত্র ব্যবহারের ফলে মারাত্মক আহত হওয়াকে কেন্দ্র করে বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।
এতে আরো বলা হয়, প্রতি ১০ হাজার গ্রেফতার বা তল্লাসি চালানোর ঘটনায় প্রায় ৩৪ জন করে মারা পড়েছে। কৃষ্ণাঙ্গ, আদিবাসী আমেরিকান এবং হিস্পানিক জনগোষ্ঠীর মানুষ তুলনামূলকভাবে বেশি মারা গেছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
ব্রিটিশ মেডিক্যাল জার্নালের এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে।
পেরিলস অফ পুলিশ অ্যাকশন: এ কশানারি টেল ফরম ইউএস ডাট সেটস নামের এ সমীক্ষায় আরো বলা হয়েছে, আগ্নেয়ান্ত্র ব্যবহারের ফলে মারাত্মক আহত হওয়াকে কেন্দ্র করে বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।
এতে আরো বলা হয়, প্রতি ১০ হাজার গ্রেফতার বা তল্লাসি চালানোর ঘটনায় প্রায় ৩৪ জন করে মারা পড়েছে। কৃষ্ণাঙ্গ, আদিবাসী আমেরিকান এবং হিস্পানিক জনগোষ্ঠীর মানুষ তুলনামূলকভাবে বেশি মারা গেছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি