যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মঙ্গলবার ফিলাডেলফিয়ায় দলের জাতীয় সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে কোনো রাজনৈতিক দলের মনোনয়ন পেলেন একজন নারী।
মঙ্গলবার রাতে জাতীয় সম্মেলনে ৫০টি অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির ডেলিগেটরা হিলারিকে সমর্থন জানান। নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে দাবি করার জন্য তার ২ হাজার ৩৮২ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন ছিল। সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে ডেলিগেটদের ভোট গণনার পর প্রয়োজনীয়সংখ্যক ডেলিগেটের কোটা পূরণ করতে সক্ষম হন হিলারি।
এর আগে সোমবার রাতে ফিলাডেলফিয়ার ওয়েলস ফার্গো সেন্টারে সম্মেলনে বক্তব্য রেখেছিলেন প্রাইমারি নির্বাচনে হিলারির প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। ভারমন্টের এই সিনেটর নির্বাচনে হিলারির প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। স্যান্ডার্স বলেন, ‘আমাদের এমন একজন নেতা প্রয়োজন, যিনি আমাদের লোকদের একত্র করবেন এবং দেশকে শক্তিশালী করবেন। এমন নেতৃত্ব চাই না, যে লাতিন, মেক্সিকান, মুসলমান, আফ্রিকান-আমেরিকান ও নারীদের বিদ্রুপ করবেন। প্রত্যেক পর্যবেক্ষকই এই সিদ্ধান্তে আসবেন যে, তার পরিকল্পনা ও নেতৃত্বের কারণে একমাত্র হিলারি ক্লিনটনেরই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়া উচিত।’
আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনে এখন হিলারির সামনে একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ও আলোচিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
মঙ্গলবার রাতে জাতীয় সম্মেলনে ৫০টি অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির ডেলিগেটরা হিলারিকে সমর্থন জানান। নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে দাবি করার জন্য তার ২ হাজার ৩৮২ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন ছিল। সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে ডেলিগেটদের ভোট গণনার পর প্রয়োজনীয়সংখ্যক ডেলিগেটের কোটা পূরণ করতে সক্ষম হন হিলারি।
এর আগে সোমবার রাতে ফিলাডেলফিয়ার ওয়েলস ফার্গো সেন্টারে সম্মেলনে বক্তব্য রেখেছিলেন প্রাইমারি নির্বাচনে হিলারির প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। ভারমন্টের এই সিনেটর নির্বাচনে হিলারির প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। স্যান্ডার্স বলেন, ‘আমাদের এমন একজন নেতা প্রয়োজন, যিনি আমাদের লোকদের একত্র করবেন এবং দেশকে শক্তিশালী করবেন। এমন নেতৃত্ব চাই না, যে লাতিন, মেক্সিকান, মুসলমান, আফ্রিকান-আমেরিকান ও নারীদের বিদ্রুপ করবেন। প্রত্যেক পর্যবেক্ষকই এই সিদ্ধান্তে আসবেন যে, তার পরিকল্পনা ও নেতৃত্বের কারণে একমাত্র হিলারি ক্লিনটনেরই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়া উচিত।’
আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনে এখন হিলারির সামনে একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ও আলোচিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি