দুবাই বিমানবন্দরে ভেঙে পড়ল ভারত থেকে যাওয়া যাত্রীবোঝাই বিমান। এমিরেটস এয়ারলাইনের বিমানটি তিরুবনন্তপুরম থেকে দুবাই যায়। ল্যান্ডিং-এর সময়ই আচমকা রানওয়ের ওপর ভেঙে পড়ে বিমানটি। তবে বিমানের ২৭৫ জন যাত্রীর সবাই ও কর্মীদের নিরাপদে বাইরে বার করে আনা সম্ভব হয়েছে বলে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে দুবাইয়ের সরকারি সংবাদমাধ্যম।
বুধবার স্থানীয় সময় বেলা ১২টা ৪৫ মিনিটে ল্যান্ডিং-এর সময় বিমানটিতে আগুন ধরে যায়। সোশ্যাল মিডিয়ায় দেয়া ছবিতে জ্বলন্ত প্লেন থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক পাইলট জানাচ্ছেন, ‘প্লেনটা খুব দ্রুত নামছিল। রানওয়েতে এসে জোরে আঘাত করে বিমানটি। সঙ্গে সঙ্গে প্লেনে আগুন ধরে যায়। ডানদিকটাও ভেঙে পড়ে। রানওয়ের ওপরই ওই অবস্থায় বেশ খানিকটা গড়িয়ে গিয়ে তারপর থামে।’
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি হল বোয়িং ৭৭৭-৩০০ A6-EMW। ২০০৩-এর বিমান এটি। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটে, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
বুধবার স্থানীয় সময় বেলা ১২টা ৪৫ মিনিটে ল্যান্ডিং-এর সময় বিমানটিতে আগুন ধরে যায়। সোশ্যাল মিডিয়ায় দেয়া ছবিতে জ্বলন্ত প্লেন থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক পাইলট জানাচ্ছেন, ‘প্লেনটা খুব দ্রুত নামছিল। রানওয়েতে এসে জোরে আঘাত করে বিমানটি। সঙ্গে সঙ্গে প্লেনে আগুন ধরে যায়। ডানদিকটাও ভেঙে পড়ে। রানওয়ের ওপরই ওই অবস্থায় বেশ খানিকটা গড়িয়ে গিয়ে তারপর থামে।’
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি হল বোয়িং ৭৭৭-৩০০ A6-EMW। ২০০৩-এর বিমান এটি। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটে, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি