আন্তর্জাতিক

আসামে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ১২

ভারতের আসাম রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১২ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার রাজ্যের কোকরাঝার এলাকায় এ ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে কোকরাঝার এলাকার একটি বাজারে অটোরিকশায় করে পাঁচ থেকে সাতজন বিচ্ছিন্নতাবাদী আসে। এসময় তারা গুলি ছুঁড়তে শুরু করে। তারা এসময় একটি গ্রেনেডেরও বিস্ফোরণ ঘটায়। এতে তিনটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের নির্বিচার গুলিবর্ষণে বাজারে থাকা ১২ জন ঘটনাস্থলেই নিহত হয়। এর পরপরই নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের ওপর পাল্টা হামলা চালায়। সংঘর্ষে বিচ্ছিন্নতাবাদীদের একজন নিহত হয়েছে। পরে অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থলে থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে হামলাকারীরা ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ডের সদস্য। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর আগে কোকরাঝার এলাকায় হামলা হতে পারে বলে সতর্ক করেছিল।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি