আন্তর্জাতিক

জাপানের জলসীমায় আবার চীনের জাহাজ!

চীনের দুইশ তিরিশটি জাহাজের একটি বহর পূর্ব চীন সাগরের জাপান নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশে করেছে বলে অভিযোগ করেছে জাপান। এসব জাহাজ জাপানের সেনকুকু দ্বীপপুঞ্জের কাছে অবস্থান নিয়েছে। খবর-বিবিসি বাংলা।

এই বহরের বেশিরভাগই মাছ ধরা জাহাজ, তবে কোস্ট গার্ডের ছয়টি জাহাজও রয়েছে। কোস্ট গার্ডের জাহাজগুলো সশস্ত্র অবস্থায় রয়েছে বলে জাপান অভিযোগ করছে। এর জের ধরে চীনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে টোকিও।

জন মানবহীন সেনকুকু দ্বীপগুলো নিয়ন্ত্রণ করে জাপান, তবে এসব দ্বীপের উপর চীনেরও দাবি রয়েছে।

সাম্প্রতিক সময়ে এই দ্বীপ নিয়ে কয়েকবার দুই দেশের মধ্যে বিরোধও দেখা দিয়েছে। গত কয়েক বছরে বেশ কয়েকবার চীনের জাহাজ এই এলাকায় প্রবেশে করেছে, যার মাধ্যমে চীন জাপানের সহ্যক্ষমতা যাচাই করছে বলে বিশ্লেষকরা মনে করেন।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি