পাকিস্তানের স্বাধীনতা দিবসেও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়েছে।
১৪ আগস্ট ব্রিটিশ সাম্রাজ্যের কাছ থেকে স্বাধীনতা পায় পাকিস্তান। যথাযোগ্য মর্যাদায় দেশটিতে দিবসটি উদযাপন করা হচ্ছে। এবার স্বাধীনতা দিবসকে কাশ্মীরীদের প্রতি উৎসর্গ করেছে পাকিস্তান।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর জানিয়েছে, স্বাধীনতা দিবসে লাইন অব কন্ট্রোলে (এলওসি) পাকিস্তানি সেনা ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলি হয়েছে।
এক বিৃবতিতে আইএসপিআর জানিয়েছে, রেওয়ালাকোটের কাছে নেজাপির সীমান্তে ভারতীয় বাহিনী বিনা উসকানিতে গুলি চালাতে শুরু করে। জবাবে পাকিস্তানি সেনারা গুলি চালায়। শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত চলে এ গোলাগুলি। এ গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিবৃতিতে আরো বলা হয়, মর্টার ও ট্যাংকসহ ভারতীয় বাহিনী সব ধরনের ভারি অস্ত্র ব্যবহার করেছে। তাদের ছোঁড়া কয়েক রাউন্ড গুলি ও গোলা এলওসির কাছের আবাসিক এলাকায় আঘাত করে। এর জবাবে বিএসএফের বিরুদ্ধে পাকিস্তানি সেনারা যুদ্ধংদেহী প্রতিক্রিয়া দেখিয়েছে।
ভারতের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনীষ মেহতা দাবি করেছেন, পুঞ্চ সেক্টরে পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে লাইন অব কন্ট্রোলে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইন জানিয়েছে, গত চার মাসে এই প্রথম এলওসিতে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে। ২০০৩ সালে উভয় দেশ এলওসির ওপর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করলেও দুই দেশ প্রায়ই তা ভঙ্গ করে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
১৪ আগস্ট ব্রিটিশ সাম্রাজ্যের কাছ থেকে স্বাধীনতা পায় পাকিস্তান। যথাযোগ্য মর্যাদায় দেশটিতে দিবসটি উদযাপন করা হচ্ছে। এবার স্বাধীনতা দিবসকে কাশ্মীরীদের প্রতি উৎসর্গ করেছে পাকিস্তান।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর জানিয়েছে, স্বাধীনতা দিবসে লাইন অব কন্ট্রোলে (এলওসি) পাকিস্তানি সেনা ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলি হয়েছে।
এক বিৃবতিতে আইএসপিআর জানিয়েছে, রেওয়ালাকোটের কাছে নেজাপির সীমান্তে ভারতীয় বাহিনী বিনা উসকানিতে গুলি চালাতে শুরু করে। জবাবে পাকিস্তানি সেনারা গুলি চালায়। শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত চলে এ গোলাগুলি। এ গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিবৃতিতে আরো বলা হয়, মর্টার ও ট্যাংকসহ ভারতীয় বাহিনী সব ধরনের ভারি অস্ত্র ব্যবহার করেছে। তাদের ছোঁড়া কয়েক রাউন্ড গুলি ও গোলা এলওসির কাছের আবাসিক এলাকায় আঘাত করে। এর জবাবে বিএসএফের বিরুদ্ধে পাকিস্তানি সেনারা যুদ্ধংদেহী প্রতিক্রিয়া দেখিয়েছে।
ভারতের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনীষ মেহতা দাবি করেছেন, পুঞ্চ সেক্টরে পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে লাইন অব কন্ট্রোলে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইন জানিয়েছে, গত চার মাসে এই প্রথম এলওসিতে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে। ২০০৩ সালে উভয় দেশ এলওসির ওপর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করলেও দুই দেশ প্রায়ই তা ভঙ্গ করে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি