আন্তর্জাতিক

ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তানকে মোদির কড়া বার্তা

ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে কড়া বার্তা দিলেন। বিশেষ করে পাকিস্তানের বেলুচিস্তান ও কাশ্মীরে মানবাধিকারের নাজুক পরিস্থিতি নিয়ে তাদের হুঁশিয়ার করেন মোদি।


স্বাধীনতা দিবসের ভাষণে মোদি বলেন, বেলুচিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের মানুষ তাদের সমস্যাগুলো তুলে ধরায় তারা আমাকে ধন্যবাদ জানিয়েছে।


গত সপ্তাহে পাকিস্তান সরকারকে হুঁশিয়ার করে মোদি বলেন, পাকিস্তান যদি সহিংসতার পক্ষে উসকানি দেয় এবং কাশ্মীর উপত্যকার মানুষ যদি তাতে ক্ষতবিক্ষত হয়, তাহলে ভারত তার বাহিনী ব্যবহার করতে বাধ্য হবে।

 
১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ঐতিহ্যবাহী ভাষণের শেষ দিকে পাকিস্তান প্রসঙ্গে কথা বলেন মোদি। তিনি বলেন, ‘আমাদের ওপর যারা আক্রমণ করে, সেসব সন্ত্রাসীকে তারা সম্মানিত করে।’ কিন্তু পাকিস্তানের পেশোয়ারে স্কুলে হামলা চালিয়ে সন্ত্রাসীরা ১৩০ জনের মতো শিশুকে হত্যা করলে ‘শোকে কেঁদেছিল ভারত’।

 
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পাকিস্তান নিয়ে মোদির ভাষণের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এতে প্রমাণিত হয়, বেলুচিস্তানে সমস্যা বাড়াচ্ছে আরএডব্লিউ বা র (ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা)।’ তারা আরো বলেছে, ‘ভারত বড় দেশ, তাই বলে স্বয়ংক্রিয়ভাবে তারা অনন্য নয়... কাশ্মীরের ট্র্যাজেডি থেকে বিশ্ববাসীর নজর ঘোরানোর চেষ্টা করছেন মোদি।’


প্রধানমন্ত্রী হিসেবে তিনবার স্বাধীনতা দিবসে ভাষণ দিলেন মোদি। এতে তিনি দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূলে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। এ ছাড়া তার সরকারের বিভিন্ন কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন তিনি।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি