আন্তর্জাতিক

তুরস্কের নারী পুলিশ সদস্যরা স্কার্ফ পরার অনুমতি পেলেন

বহুল আলোচিত ইস্যুতে শেষ পর্যন্ত সিদ্ধান্তে এল তুরস্ক। সরকার ঘোষণা দিয়েছে, পুলিশের নারী সদস্যরা চাইলে স্কার্ফ পরতে পারবেন।

 শনিবার তুর্কি সরকার এ ঘোষণায় জানায়, পুলিশের নারী সদস্যদের স্কার্ফ পরায় যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করা হলো।

 বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে পুলিশের নারী সদস্যরা স্কার্ফ পরতে পারবেন, তবে তা হতে হবে একরঙা এবং পুলিশের পোশাকের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

এ ছাড়া অন্য যেসব প্রতিষ্ঠানে হেডস্কার্ফ পরে যাওয়া নিষিদ্ধ ছিল, সেসব প্রতিষ্ঠানেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।