সিরিয়ায় কুর্দিপন্থী যোদ্ধাদের ওপর তুরস্কের বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। তবে তুরস্ক সরকার বলছে, হামলায় ২৫ কুর্দি নিহত হয়েছে। রোববার সিরিয়ার জারাব্লুস শহরের কাছে ওই হামলা চালিয়েছে তুরস্ক।
তুরস্ক কর্তৃপক্ষ বলছে, গোলাবর্ষণ ও বিমান হামলায় নিহতদের সবাই কুর্দি জঙ্গি। মানবাধিকার পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী বলছে, জারাব্লুসের কাছের একটি গ্রামে তুরস্কের বিমান হামলায় ৩৫ বেসামরিক নাগরিক ও চার জঙ্গি নিহত হয়েছে। তবে দুটি প্রতিবেদনে একই ঘটনা উল্লেখ করা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়।
সিরিয়ায় তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি বিদ্রোহীদের লক্ষ্য করে সামরিক অভিযান শুরুর পাঁচদিনের মাথায় ওই হামলা চালিয়েছে তুরস্ক। অপারেশন ইউফ্রেটিস সোর্ড নামে সিরিয়ায় আইএস ও কুর্দিবিরোধী অভিযান শুরু করেছে তুরস্ক।
তুরস্ক কর্তৃপক্ষ বলছে, গোলাবর্ষণ ও বিমান হামলায় নিহতদের সবাই কুর্দি জঙ্গি। মানবাধিকার পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী বলছে, জারাব্লুসের কাছের একটি গ্রামে তুরস্কের বিমান হামলায় ৩৫ বেসামরিক নাগরিক ও চার জঙ্গি নিহত হয়েছে। তবে দুটি প্রতিবেদনে একই ঘটনা উল্লেখ করা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়।
সিরিয়ায় তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি বিদ্রোহীদের লক্ষ্য করে সামরিক অভিযান শুরুর পাঁচদিনের মাথায় ওই হামলা চালিয়েছে তুরস্ক। অপারেশন ইউফ্রেটিস সোর্ড নামে সিরিয়ায় আইএস ও কুর্দিবিরোধী অভিযান শুরু করেছে তুরস্ক।