যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিউইয়র্ক প্রবাসী এক বাংলাদেশি দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। টেক্সাস রাজ্যের নিরাপত্তা দপ্তর নিশ্চিত করেছে যে, অকুস্থলেই দুর্ঘটনা কবলিত গাড়ির যাত্রী টাঙ্গাইলের সন্তান মাহবুবুল সৌরভ (৫৭) ও তার স্ত্রী সাফিনা সৌরভ (৪৮) এবং অপর গাড়ির চালক কার্লস লোপেজ (২৭) মারা গেছেন।
পুলিশ আরো জানায়, স্থানীয় সময় গত রোববার ভোর রাতে নরমাঙ্গী শহরের কাছে ৩৯ নম্বর মহাসড়কে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্টের বাসিন্দা মাহবুবুল সৌরভ ও তার স্ত্রী সাফিনা সৌরভ নিহত হন। গুরুতর আহত মাহবুবুল সৌরভের ছেলে শাদাব সৌরভ(২৩)সহ দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরমাঙ্গী পুলিশ আরো জানায়, মহাসড়কের দক্ষিণ দিকে গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন শাদাব সৌরভ। একটি ট্রাফিক সিগন্যালে গাড়িটি মোড় নেওয়ার চেষ্টা করলে দ্রুতবেগে আসা উত্তরমুখী অপর একটি প্রাইভেট কার তাদের গাড়টিকে সজোরে ধাক্কা দেয়।
জানা যায়, বেশ কয়েকদিন আগে তারা সপরিবারে টেক্সাসে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হলেন।
পুলিশ আরো জানায়, স্থানীয় সময় গত রোববার ভোর রাতে নরমাঙ্গী শহরের কাছে ৩৯ নম্বর মহাসড়কে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্টের বাসিন্দা মাহবুবুল সৌরভ ও তার স্ত্রী সাফিনা সৌরভ নিহত হন। গুরুতর আহত মাহবুবুল সৌরভের ছেলে শাদাব সৌরভ(২৩)সহ দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরমাঙ্গী পুলিশ আরো জানায়, মহাসড়কের দক্ষিণ দিকে গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন শাদাব সৌরভ। একটি ট্রাফিক সিগন্যালে গাড়িটি মোড় নেওয়ার চেষ্টা করলে দ্রুতবেগে আসা উত্তরমুখী অপর একটি প্রাইভেট কার তাদের গাড়টিকে সজোরে ধাক্কা দেয়।
জানা যায়, বেশ কয়েকদিন আগে তারা সপরিবারে টেক্সাসে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হলেন।