আন্তর্জাতিক

ফ্লোরিডায় স্যামসাং গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরণে গাড়ি পুড়ে ছাই!

বিস্ফোরক ব্যাটারির কারণে গ্যালাক্সি নোট ৭ সিরিজের সব ফোন বাজার থেকে তুলে নিচ্ছে বিশ্বখ্যাত কোম্পানি স্যামসাং। বিষয়টি জানা ছিল না নাথান ডোরনাচারের। সেই অজ্ঞতার মাশুলও দিতে হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাবাসী এই ব্যক্তিকে। তার ব্যবহৃত স্মার্ট ফোনের ব্যাটরি বিস্ফোরিত হওয়ার পর সেই আগুনে পুড়ে গেছে ডোরনাচারের প্রিয় জিপ গাড়িটি।

স্যামসাং গ্যালাক্সি নোট ৭ হলো বিশ্বখ্যাত স্যামসাং ইলেক্ট্রোনিক্সে কোম্পানির বাজারজাত করা অত্যাধুনিক অ্যানড্রোয়েড স্মার্ট ফোন। চলতি বছর ২ আগস্ট তা উন্মুক্ত করা হয় এং ১৯ আগস্ট বাজারজাত করা হয়। স্মার্টফোনটি ক্রেতাদের এতটাই আকৃষ্ট করতে সক্ষম হয় যে বাজারের আসার পর হু হু করে বিক্রি হতে থাকে। দক্ষিণ কোরিয়ায় স্মার্ট ফোনের চাহিদার ক্ষেত্রে অতীতের সব রেকর্ডই ভেঙে ফেলে স্যামসং-এর এই ফোনটি।
কিন্তু গত ২ সেপ্টেম্বর বাজার থেকে গ্যালাক্সি নোট ৭ সিরিজের সব ফোনই প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়া হয় স্যামসাং কোম্পানির পক্ষ থেকে। কারণ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠেছে যে, এই স্মার্ট ফোনটির ব্যাটারি অতি মাত্রায় সংবেদনশীল এবং তা অল্পতেই বিস্ফোরিত হয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে। সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি অনেকেই শারীরিকভাবে আহত হয়েছেন ফোনের ব্যাটারি বিষ্ফোরণের কারণে।

তবে নাথান ডোরনাচারের এসব কিছুই জানা ছিল না। মনের আনন্দেই স্যামসাং গ্যালাক্সি নোট ৭ স্মার্ট ফোনটি ব্যবহার করছিলেন তিনি। গত সোমবার নিজের জিপ গাড়িটিতে ফোন চার্জে লাগিয়ে বাড়ির ভিতর ঢুকেছিলেন তিনি। হঠাৎ কিছু পোড়ার গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে দেখেন তার সাধের গাড়িটি আগুনে পুড়ছে!
আগুনে পুড়ে এই হাল হয়েছে ডোরনাচারের ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি নোট ৭ সিরিজের স্মার্ট ফোন সেটটির।

আগুনে পুড়ে এই হাল হয়েছে ডোরনাচারের ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি নোট ৭ সিরিজের স্মার্ট ফোন সেটটির।

আগুন নেভাতে তৎক্ষণাৎ বাড়ির ভিতরে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করেন ডোরনাচার ও তার পরিবারের সদস্যরা। তাতে কাজ হয়নি। আগুন নেভাতে পরে দমকল বাহিনীকে হাজির হতে হয়েছে সেখানে।

নাথান ডোরনাচারের গাড়ি পুড়ে যাওয়ার এই ঘটনা স্যামসাং কোম্পানির কর্মকর্তাদের কানেও গেছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, সত্যিই ফোনের কারণে গাড়িটি পুড়েছে কীনা তা যাচাই বাছাই করে দেখবেন তারা। যদি ফোনের কারণেই এমনটা হয়, তাহলে নাথান ডোরনাচারের জন্য যতটুকু করা সম্ভব তার সবটুকুই করবে স্যামসাং।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি