যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অর্ধেক সমর্থককেই অত্যন্ত মন্দ বলে মন্তব্য করেছিলেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। নিজের ওই মন্তব্যর জন্য দুঃখ প্রকাশ করেছেন হিলারি।
সমর্থকদের কাছে দুঃখ প্রকশ করলেও ট্রাম্পের সমালোচনা করেছেন হিলারি। একই সঙ্গে ট্রাম্পকে গোঁড়া ও বর্ণবাদী বলে উল্লেখ করে তার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
হিলারির ওই মন্তব্যের পর পরই এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, কঠোর পরিশ্রমী অসাধারণ লাখো মানুষের জন্য এটি অপমানজনক। ট্রাম্প আরো বলেন, তিনি মনে করেন হিলারির জনসমর্থনের ওপর এর প্রভাব পড়বে।
নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে হিলারি বলেন, ট্রাম্পের অনেক সমর্থক কঠোর পরিশ্রমী মার্কিনি। তারা মনে করেন দেশের অর্থনীতি ও রাজনীতি সঠিকভাবে চলছে না।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের আর বেশি সময় নেই। এর মধ্যেই হিলারি ও ট্রাম্পের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই চলছে। আসন্ন নির্বাচনে কে জয়ী হবেন সেটাই এখন দেখার অপেক্ষা।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
সমর্থকদের কাছে দুঃখ প্রকশ করলেও ট্রাম্পের সমালোচনা করেছেন হিলারি। একই সঙ্গে ট্রাম্পকে গোঁড়া ও বর্ণবাদী বলে উল্লেখ করে তার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
হিলারির ওই মন্তব্যের পর পরই এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, কঠোর পরিশ্রমী অসাধারণ লাখো মানুষের জন্য এটি অপমানজনক। ট্রাম্প আরো বলেন, তিনি মনে করেন হিলারির জনসমর্থনের ওপর এর প্রভাব পড়বে।
নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে হিলারি বলেন, ট্রাম্পের অনেক সমর্থক কঠোর পরিশ্রমী মার্কিনি। তারা মনে করেন দেশের অর্থনীতি ও রাজনীতি সঠিকভাবে চলছে না।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের আর বেশি সময় নেই। এর মধ্যেই হিলারি ও ট্রাম্পের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই চলছে। আসন্ন নির্বাচনে কে জয়ী হবেন সেটাই এখন দেখার অপেক্ষা।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি