ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে ধর্মীয় এক অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছে অন্তত ৬৫ জন। দেশটির পুলিশ ও হাসপাতাল কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে দেশটির এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, শনিবার দুপুরের দিকে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।
সপ্তম শতাব্দিতে নবী হযরত মুহম্মদ (সাঃ) এর দৌহিত্র ইমাম হুসেনের হত্যাকাণ্ডের স্মরণে আয়োজিত শোক অনুষ্ঠানে দেশটির শিয়া সম্প্রদায়ের লোকজন অংশ নিয়েছিলেন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর আগে একই ধরনের বহু হামলার দায় স্বীকার করলেও শনিবারের হামলার দায় স্বীকার করেনি।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
নাম প্রকাশ না করার শর্তে দেশটির এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, শনিবার দুপুরের দিকে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।
সপ্তম শতাব্দিতে নবী হযরত মুহম্মদ (সাঃ) এর দৌহিত্র ইমাম হুসেনের হত্যাকাণ্ডের স্মরণে আয়োজিত শোক অনুষ্ঠানে দেশটির শিয়া সম্প্রদায়ের লোকজন অংশ নিয়েছিলেন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর আগে একই ধরনের বহু হামলার দায় স্বীকার করলেও শনিবারের হামলার দায় স্বীকার করেনি।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি