সাহিত্যে নোবেল ঘোষণার পর ইতিমধ্যে পাঁচদিন পেরিয়ে গেছে। তবে এ ক’দিনেও কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি এবারের বিজয়ী বিখ্যাত মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান। নোবেল কমিটি জানিয়েছে তারা ডিলানের সঙ্গে যোগাযোগের চেষ্টা বন্ধ করে দিয়েছেন।
মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুইডিশ অ্যাকাডেমি এখনো জানে না বব ডিলান আদৌ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসবেন কি না?
অ্যাকাডেমির স্থায়ী সচিব সারা দানিউস বলেছেন, ‘আমরা এখন কিছুই করছি না। আমি তার ঘনিষ্ঠজনের কাছে ইমেল পাঠিয়েছি। তিনি খুব বন্ধুসুলভভাবে আমার ইমেল গ্রহণ করেছেন। আমি মনে করি এটিই যথেষ্ট।’
গত সপ্তাহে নোবেলজয়ী হিসেবে ডিলানের নাম ঘোষণার কিছুক্ষণ পরেই তিনি লাস ভেগাসে একটি কনসার্টে অংশগ্রহণ করেন। কিন্তু ওই সময় তিনি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।
প্রতি বছর ১০ ডিসেম্বর নোবেলজয়ীদের স্টকহোমে আমন্ত্রণ জানানো হয় তাদের সম্মাননাটি নেওয়ার জন্য। এ সময় বক্তৃতা দেন নোবেলজয়ীরা।
সারা দানিউস বলেন, ‘তিনি (ডিলান) যদি না আসতে চান, তাহলে না-ই বা এলেন। যে কোনোভাবেই এটা অনেক বড় আয়োজন হবে এবং এ সম্মাননার মালিক তিনিই থাকবেন।’
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুইডিশ অ্যাকাডেমি এখনো জানে না বব ডিলান আদৌ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসবেন কি না?
অ্যাকাডেমির স্থায়ী সচিব সারা দানিউস বলেছেন, ‘আমরা এখন কিছুই করছি না। আমি তার ঘনিষ্ঠজনের কাছে ইমেল পাঠিয়েছি। তিনি খুব বন্ধুসুলভভাবে আমার ইমেল গ্রহণ করেছেন। আমি মনে করি এটিই যথেষ্ট।’
গত সপ্তাহে নোবেলজয়ী হিসেবে ডিলানের নাম ঘোষণার কিছুক্ষণ পরেই তিনি লাস ভেগাসে একটি কনসার্টে অংশগ্রহণ করেন। কিন্তু ওই সময় তিনি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।
প্রতি বছর ১০ ডিসেম্বর নোবেলজয়ীদের স্টকহোমে আমন্ত্রণ জানানো হয় তাদের সম্মাননাটি নেওয়ার জন্য। এ সময় বক্তৃতা দেন নোবেলজয়ীরা।
সারা দানিউস বলেন, ‘তিনি (ডিলান) যদি না আসতে চান, তাহলে না-ই বা এলেন। যে কোনোভাবেই এটা অনেক বড় আয়োজন হবে এবং এ সম্মাননার মালিক তিনিই থাকবেন।’
এলএবাংলাটাইমস/আই/এলআরটি