জম্মু-কাশ্মিরে আবারো পাক সেনাদের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই নারী। সোমবার নিয়ন্ত্রণ রেখার পোঞ্চ এবং রাজৌরি সেক্টরে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।
সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের এক মুখপাত্র বলেছেন, রাজৌরি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ব্যাপক গোলাগুলি করেছে পাকিস্তান। এই ঘটনায় এক সেনা শহিদ হয়েছেন। এছাড়া পোঞ্চ সেক্টরে গোলাগুলির ঘটনায় আরো দুই নারী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, সোমবার সকালে হঠাৎ করেই সীমান্তে গোলাগুলি শুরু করে পাকিস্তান। স্থানীয় সময় সকাল ৯টায় পাক সেনারা বালাকোট সেক্টরে গোলাগুলি শুরু করলে ভারতীয় সেনারা তাদের উপযুক্ত জবাব দিয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের এক মুখপাত্র বলেছেন, রাজৌরি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ব্যাপক গোলাগুলি করেছে পাকিস্তান। এই ঘটনায় এক সেনা শহিদ হয়েছেন। এছাড়া পোঞ্চ সেক্টরে গোলাগুলির ঘটনায় আরো দুই নারী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, সোমবার সকালে হঠাৎ করেই সীমান্তে গোলাগুলি শুরু করে পাকিস্তান। স্থানীয় সময় সকাল ৯টায় পাক সেনারা বালাকোট সেক্টরে গোলাগুলি শুরু করলে ভারতীয় সেনারা তাদের উপযুক্ত জবাব দিয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি