মালয়েশিয়ায় অপহৃত চার বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার জেলেবু জেলার সিমপাং পেরতাং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।
গোয়েন্দা বিভাগের উপপ্রধান কমিশনার নরাজম্যান মোহাম্মদ ইউসুফ জানান, সোমবার চাকরির প্রলোভন দেখিয়ে ২১ বছরের এক বাংলাদেশিকে ডেকে আনে অপহরণকারীরা। পরে ওই বাংলাদেশি তার আরো তিন বন্ধুকে ডেকে আনে। দুর্বৃত্তরা চারজনকে সিমপাং পেরতাংয়ের একটি বাড়িতে আটকে রাখে। পরে তাদের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়।
তিনি বলেন, ‘অপহৃতের পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে দুর্বৃত্তদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে ৪ হাজার রিঙ্গিত পাঠায়। অপহৃতদের মধ্যে একজনের ভাই পেরাক শহরে কাজ করে। তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ দ্রুত তদন্তে নামে। পরে ওই বাড়ি থেকে চারজনকে উদ্ধার করা হয়। এসময় ১৯ ও ৩৭ বছরের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে।’
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
গোয়েন্দা বিভাগের উপপ্রধান কমিশনার নরাজম্যান মোহাম্মদ ইউসুফ জানান, সোমবার চাকরির প্রলোভন দেখিয়ে ২১ বছরের এক বাংলাদেশিকে ডেকে আনে অপহরণকারীরা। পরে ওই বাংলাদেশি তার আরো তিন বন্ধুকে ডেকে আনে। দুর্বৃত্তরা চারজনকে সিমপাং পেরতাংয়ের একটি বাড়িতে আটকে রাখে। পরে তাদের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়।
তিনি বলেন, ‘অপহৃতের পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে দুর্বৃত্তদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে ৪ হাজার রিঙ্গিত পাঠায়। অপহৃতদের মধ্যে একজনের ভাই পেরাক শহরে কাজ করে। তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ দ্রুত তদন্তে নামে। পরে ওই বাড়ি থেকে চারজনকে উদ্ধার করা হয়। এসময় ১৯ ও ৩৭ বছরের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে।’
এলএবাংলাটাইমস/আই/এলআরটি