ক্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলার মধ্যেই গুলিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সময় দুপুর ২টার দিকে লস এঞ্জেলেস থেকে প্রায় ২৫ মাইল দূরে আজুসা শহরের একটি ভোটকেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বয়স প্রায় ৭০। আহতদের মধ্যে দুই নারী ও এক পুরুষ রয়েছে।
রাজ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুলির ঘটনার পর ওই ভোটকেন্দ্র বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ফের ভোটগ্রহণ শুরু হয়।
এদিকে সিএনএন জানিয়েছে, ভোটগ্রহণের মাঝপর্যায়ে দুপুর ২টার দিকে মেমোরিয়াল পার্ক নর্থ রিক্রিয়েশন সেন্টারের কাছাকাছি ভোটকেন্দ্রের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
কী কারণে সেখানে এ গোলাগুলি এবং এর সঙ্গে কে বা কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচনের সঙ্গে এ গোলাগুলি সম্পর্ক আছে কি না, সেটিও জানা যায়নি। তবে সেখানে সন্দেহভাজন এক নারীকে রাইফেল বহন করতে দেখা গেছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
স্থানীয় সময় দুপুর ২টার দিকে লস এঞ্জেলেস থেকে প্রায় ২৫ মাইল দূরে আজুসা শহরের একটি ভোটকেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বয়স প্রায় ৭০। আহতদের মধ্যে দুই নারী ও এক পুরুষ রয়েছে।
রাজ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুলির ঘটনার পর ওই ভোটকেন্দ্র বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ফের ভোটগ্রহণ শুরু হয়।
এদিকে সিএনএন জানিয়েছে, ভোটগ্রহণের মাঝপর্যায়ে দুপুর ২টার দিকে মেমোরিয়াল পার্ক নর্থ রিক্রিয়েশন সেন্টারের কাছাকাছি ভোটকেন্দ্রের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
কী কারণে সেখানে এ গোলাগুলি এবং এর সঙ্গে কে বা কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচনের সঙ্গে এ গোলাগুলি সম্পর্ক আছে কি না, সেটিও জানা যায়নি। তবে সেখানে সন্দেহভাজন এক নারীকে রাইফেল বহন করতে দেখা গেছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি