আন্তর্জাতিক

মুরসির মৃত্যুদণ্ড বাতিল

মিসরের সর্বোচ্চ আদালত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির  মৃত্যুদণ্ড বাতিল করেছে। ২০১১ সালে বিপ্লবের সময় জেল পালানোর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড  দেওয়া হয়।

মুরসি ২০১২ সালে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু এক বছর পর গণবিক্ষোভের মুখে সামরিক বাহিনী তাকে অপসারণ করেন।

এ ছাড়া পৃথকভাবে সন্ত্রাসী তৎপরতা চালানোর অভিযোগে তাকে যাবজ্জীবন দেওয়া হয়। অন্যান্য অভিযোগে তার বিচার এখনো চলছে।

সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে মুরসি জেল ভাঙ্গার অভিযোগ থেকেও রেহাই পেলেন।

তার মৃত্যুদণ্ড বাতিল করার অর্থ হলো নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের অপর পাঁচ নেতার মৃত্যুদণ্ড বাতিল হলো। তাদের মধ্যে মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ নেতাও রয়েছে।

এই রায়ের ফলে আরো ২১ জনের যাবজ্জীবন  বাতিল হয়ে যায়।

মুরসি ২০১১ সালে ওয়াদি ন্যাট্রুন জেল থেকে পালিয়ে যান। এ বছরের প্রথমদিকে তার মৃতুদণ্ড অনুমোদন করে মিসরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি