আন্তর্জাতিক

বর্ণবিদ্বেষী pics sessions কে এটর্নি জেনারেলের পদ অফার করলেন ট্রাম্প

সদ্য নির্বাচিত সবচেয়ে বেশি সমালোচিত রক্ষণশীল মার্কিন প্রেসিডেন্ট ডোনালড ট্রাম্প বর্ণবিদ্বেষী pics sessions কে এটর্নি জেনারেলের পদে নিয়োগের প্রস্তাব করলেন। 
কর্তৃপক্ষের দেয়া স্বাক্ষাতকারে জানা যায় তার নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন। মার্কিন সমাজে Mr. sessions অনেকটা ট্রাম্পের মতই রক্ষণশীল হিসেবে পরিচিত। তাছাড়া, আলবামার এই রক্ষণশীলকে  ১৯৮৬ সালে জাতিগত দিক থেকে বিদ্বেষপূর্ণ এক মন্তব্যের জন্য যুক্তরাষ্ট্রীয় বিচারক হওয়া থেকে অস্বীকৃত হয়েছিল।