চিলিতে রোববার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭। এ ঘটনায় চিলিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে তাৎক্ষনিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, চিলির দক্ষিণ উপকূলে গ্রিনিচ মান সময় দুপুর ২টা ২২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল পুয়ের্তো কুয়েলন শহরের ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি কেন্দ্র এক বুলেটিনে জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। উপকূলীয় কয়েকটি এলাকায় সুনামির মতো ভয়াবহ ঢেউ আঘাত হানতে পারে।
চিলির জাতীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, লস লাগোসের উপকূলীয় এলাকা থেকে স্থানীয় সরে আসার নির্দেশ দেয়া হয়েছে। ‘পূর্ব সতর্কতা হিসেবে আমরা বিয়োবিয়ো, আরাউসানিয়া, লস রিওস ও আইসেন এলাকা খালি করে দেয়ার নির্দেশ দিয়েছি।’
প্রসঙ্গত, চিলিতে প্রায় প্রতিবছরই ভূমিকম্প আঘাত হানে। গত বছর দেশটিতে ৮ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এর আগে ২০১০ সালে দেশটির দক্ষিণ-মধ্য উপকূল ৮ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, চিলির দক্ষিণ উপকূলে গ্রিনিচ মান সময় দুপুর ২টা ২২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল পুয়ের্তো কুয়েলন শহরের ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি কেন্দ্র এক বুলেটিনে জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। উপকূলীয় কয়েকটি এলাকায় সুনামির মতো ভয়াবহ ঢেউ আঘাত হানতে পারে।
চিলির জাতীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, লস লাগোসের উপকূলীয় এলাকা থেকে স্থানীয় সরে আসার নির্দেশ দেয়া হয়েছে। ‘পূর্ব সতর্কতা হিসেবে আমরা বিয়োবিয়ো, আরাউসানিয়া, লস রিওস ও আইসেন এলাকা খালি করে দেয়ার নির্দেশ দিয়েছি।’
প্রসঙ্গত, চিলিতে প্রায় প্রতিবছরই ভূমিকম্প আঘাত হানে। গত বছর দেশটিতে ৮ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এর আগে ২০১০ সালে দেশটির দক্ষিণ-মধ্য উপকূল ৮ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি