আন্তর্জাতিক

বুধবার ওবামার শেষ সংবাদ সম্মেলন

আর মাত্র ছয়দিন বাকি। এর পরেই ক্ষমতা ছেড়ে দিতে হবে। বলছিলাম বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথা। গত সপ্তাহেই জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন তিনি। তার সেই আবেগতাড়িত ভাষণের সাক্ষী হয়েছেন হাজার হাজার মানুষ। খবর এএফপির।

শেষ ভাষণে অশ্রুসিক্ত নয়নে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ওবামা। স্ত্রী এবং সন্তানদের নিয়েও সেসময় আবেগী হয়ে পড়েছিলেন তিনি।

চলতি মাসের ২০ তারিখে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা অর্পণ করে বিদায় নেবেন ওবামা। তার আগে বুধবার শেষ সংবাদ সম্মেলন করবেন তিনি। এর মাধ্যমেই প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্টের আট বছরের দীর্ঘ ক্ষমতার অবসান ঘটবে।

ইতোমধ্যেই ওবামার শেষ ভাষণের প্রস্তুতি নিয়েছে হোয়াইট হাউস। এর আগে শিকাগোতে গিয়েই নিজের শেষ ভাষণ দেন ওবামা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি