আন্তর্জাতিক

বিশ্বে নতুন শক্তি অর্জন করবে তুরস্ক : এরদোগান

সুদূরপ্রসারী সাংবিধানিক পরিবর্তন একবার গৃহীত হলে তা তুরস্ককে পুনরায় প্রবলভাবে নতুন শক্তি অর্জনে সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

শনিবার তুরস্কের ইস্তাম্বুলে স্টক এক্সচেঞ্জের জন্য নতুন একটি ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, ‘সাংবিধানিক পরিবর্তন বলবত করা নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলছে। এই বির্তক আমাদের দেশের জনগণকে সচেতন হতে সহায়তা করবে।’
তিনি বলেন, ‘এটি গৃহীত হলে পৃথিবীর কোনো শক্তি নতুন তুরস্কের উত্থানের সামনে দাঁড়াতে পারবে না এবং এই শক্তি তুরস্ক নিজেই অর্জন করবে।’

এরদোগান জোর দিয়ে বলেন, ‘একটি গণভোটের মাধ্যমে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতাসহ প্রস্তাবিত পরিবর্তনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তুরস্কের জনগণই।’

তিনি আরো বলেন, ‘এজন্য জাতির সম্মতির ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি বর্তমানে পার্লামেন্টের বিবেচনাধীন রয়েছে। কিন্তু এটা সত্য যে, এই পার্লামেন্টের বিরোধী দল জাতির সম্মতিকে সহ্য করতে পারে না এবং এটা পরিবর্তনে একটি গণভোট আয়োজনকেও সহ্য করতে পারছে না।’

এছাড়াও, এরদোগান তুরস্কে বিদেশিদের নাগরিকত্ব লাভের পূর্বের নিয়মে পরিবর্তন আনার ব্যাপারেও বক্তৃতা করেন।

এব্যাপারে তিনি বলেন, ‘তুরস্কে যারা ২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে অথবা ২ মিলিয়ন ডলার এখানে নিয়ে আসবে তারা তুর্কি নাগরিকত্ব লাভ করতে পারবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি