আন্তর্জাতিক

ভারতে ঘুড়ি উৎসবে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৪০

ভারতে ঘুড়ি উৎসবে যোগ দিতে যাওয়ার পথে বিহার রাজ্যের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবির ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

শনিবার সন্ধ্যায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।

প্রতি বছর পৌষ সংক্রান্তিতে তিন দিনব্যাপী ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। নিহতরা এ ঘুড়ি উৎসবেই যোগ দিতে যাচ্ছিলেন।

নৌকাটিতে দারণ ক্ষমতার দ্বিগুণ মানুষ উঠেছিল বলে ধারণা করা হচ্ছে। সবার লাশ এখনো উদ্ধার করা যায়নি, উদ্ধার অভিযান এখনো চলছে।

নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কেন্দ্র বিহার সরকারের পাশে আছে।
এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসাশনের পক্ষ থেকে প্রথমে অধিকাংশ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছিল। পরে দেখা যায় তা একেবারেই ঠিক নয়।
পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পাটনায় রাজ্যটিতে এমনিতেই শৈত্যপ্রবাহ চলছে। এর মধ্যেই গঙ্গার হিমশীতল পানিতে পড়েছেন নৌকার যাত্রীরা। অতিরিক্ত ঠান্ডায় অধিকাংশের মৃত্যুর কারণ বলে মত চিকিৎসকদের।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি