আন্তর্জাতিক

লিবিয়ার বিমানঘাঁটিতে হামলায় নিহত ১৪০

লিবিয়ার দক্ষিণ অংশে জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐকমত্যের সরকারের অনুগত সন্ত্রাসীরা একটি বিমান ঘাঁটিতে হামলা চালালে ১৪০ জনের বেশি ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই সেনা সদস্য বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

সরকার–সমর্থিত মিলিশিয়া বাহিনী গত বৃহস্পতিবার রাজধানী ত্রিপলি থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বার্ক আল-শাতি ঘাঁটি দখলের চেষ্টা করলে এসব ব্যক্তি নিহত হয়।

গত ডিসেম্বর থেকে ফিল্ড মার্শাল খালিফা হাফতারের স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সদস্যরা ওই বিমানঘাঁটি নিয়ন্ত্রণ করে আসছিল। গতকাল (শুক্রবার) এলএনএ'র মুখপাত্র আহমেদ আল মেশমারি জানিয়েছেন, হামলায় তাদের ১০৩ সেনা নিহত হয়েছেন এবং বাকিরা ওই সেনাঘাঁটির আশপাশে বসবাসরত বেসামরিক নাগরিক। তিনি আরো জানান, 'হামলার সময় সেনাসদস্যরা সামরিক কুচকাওয়াজ শেষে ফিরছিলেন। এসময় তারা নিরস্ত্র ছিলেন। ফলে তাদের বেশির ভাগই নিহত হয়েছেন।'

দেশটির পূর্বাঞ্চলের শক্ত অবস্থানে থাকা এলএনএ ত্রিপোলির বর্তমান সরকারকে স্বীকৃতি দেয় না।

এদিকে, লিবিয়ায় জাতিসংঘের বিশেষ দূত মার্টিন কবলার এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনি ‘ক্ষুব্ধ’ বলে জানিয়েছেন।এ মাসের শুরুতে এলএনএ কমান্ডার জেনারেল খলিফা হাফতার জাতিসংঘ–সমর্থিত প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজের সঙ্গে দেখা করার পর বিদ্রোহী বাহিনীগুলোর মধ্যে সাময়িক যুদ্ধবিরতির অনানুষ্ঠানিক সিদ্ধান্ত ছিল। এ হামলার ফলে যুদ্ধবিরতিতে বড় ধরনের ফাটল তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি