আন্তর্জাতিক

প্যারিস জলবায়ু চুক্তিতে থাকছে না যুক্তরাষ্ট্র!

জলবায়ু পরিবর্তন মোকাবিলাবিষয়ক প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো।

শনিবার ইতালিতে অনুষ্ঠিত ধনী দেশগুলোর সংগঠন জি-৭- এর শীর্ষ সম্মেলনে জলবায়ু চুক্তি মেনে চলায় তার দেশের প্রতিশ্রুতি বহাল রাখার বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তখন বলেছিলেন, যুক্তরাষ্ট্রে ফিরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি এবং চলতি সপ্তাহে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

ট্রাম্পের মতে জলবায়ু পরিবর্তনের বিষয়টি একটি গুজব, যা ছড়িয়েছে চীন। তার ঘনিষ্ট মহল থেকে জানা গেছে, এখনো তিনি এমনই মনে করেন।

২০১৫ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে ২০০ দেশ ঐতিহাসিক প্যারিস চুক্তিকে সমর্থন করে। এ চুক্তির প্রধান লক্ষ্য কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা।

ট্রাম্পের সিদ্ধান্তের খবরের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার যুদ্ধের নেতৃত্ব নিতে প্রস্তুত ইউরোপ।

ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট সেফকোভিক বার্তাসংস্থাকে রয়টার্সকে বলেছেন, ‘তারা যদি সরে দাঁড়ায় তাহলে তা হবে হাতাশাজনক কিন্তু আমি সত্যিই মনে করি না, এতে মানবকল্যাণের পদক্ষেপ থমকে যাবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি