আন্তর্জাতিক

মিসিসিপিতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে নৌবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় অঙ্গরাজ্যের লেফ্লোর কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

জেট ফুয়েল থেকে আগুন ধরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লেফ্লোরের জরুরি ব্যবস্থাপনা পরিচালক ফ্রেড র‍্যান্ডেল জানান, বিমানটিতে ১৬ জন আরোহী ছিলেন। তাঁরা সবাই নিহত হয়েছেন।

সিএনএনের খবরে জানা যায়, নৌবাহিনীর কেসি-১৩০ উড়োজাহাজটি সয়াবিনখেতে বিধ্বস্ত হয়। এ সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, বিধ্বস্তের পর উড়োজাহাজটির ধ্বংসাবশেষ প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি