আন্তর্জাতিক

প্রিন্সেস ডায়ানার অদেখা ছবি প্রকাশ করলেন প্রিন্স উইলিয়াম এবং হ্যারি

দুইটি দশক বছর হয়ে গেছে, এখনো ম্লান হয়নি প্রিন্সেস ডায়ানার খ্যাতি। ৩১ অগাস্ট ডায়ানার মৃত্যুর ২০ বছর পার হয়, এ সময়ে তার ব্যক্তিগত অ্যালবাম থেকে কিছু ছবি প্রকাশ করেন প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি। দুই রাজপুত্রের সাথে ডায়ানার মিষ্টি এই ছবিগুলো আগে কখনো প্রকাশ করা হয়নি। প্রিন্স উইলিয়ামের শৈশবের ছবিগুলোতে তার সাথে পুত্র প্রিন্স জর্জের আশ্চর্য মিল দেখা যায়।
প্রিন্স উইলিয়ামকে কোলে নিয়ে প্রিন্সেস ডায়ানা। তার গর্ভে তখন প্রিন্স হ্যারি। ছুটি কাটাচ্ছিলেন প্রিন্স হ্যারি এবং প্রিন্স ডায়ানা। রয়াল ইয়ট ব্রিটানিয়াতে প্রিন্স হ্যারির সাথে খেলছেন প্রিন্সেস ডায়ানা। ছবিটি তুলেছিলেন প্রিন্স উইলিয়াম। পুলিশের পোশাকে প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি। পিকনিক বেঞ্চে পোজ দিচ্ছেন দুই ভাই। বাকিংহাম প্যালেসে নতুন এক প্রদর্শনীতে দেখা যাচ্ছে আরো অনেক ছবি। ছবির পাশাপাশি ডায়ানার ব্যবহৃত ব্যালে জুতো, ক্যাসেট রয়েছে। কেনসিংটন প্যালেসে ডায়ানার ব্যবহৃত টেবিলটি নিয়ে আসা হয়েছে এই প্রদর্শনীর জন্য, যা চলবে পহেলা অক্টোবর পর্যন্ত।
সুত্র: হাফিংটন পোস্ট