জার্মানিতে হিটলারি কায়দায় স্যালুট দেওয়ায় দুই চীনা পর্যটককে আটক করা হয়েছে। সঙ্গে গুনেছেন জরিমানাও।
জার্মান পুলিশ বলছে, হিটলারি কায়দায় স্যালুট দেয়ার ভঙ্গিমায় ছবি তুলবার অভিযোগে তারা দুজন চীনা পর্যটককে আটক করেছে।
খবরে বলা হয়, বার্লিনের রাইখস্টাগে পার্লামেন্ট ভবন পেছনে রেখে ওই পর্যটক দুইজন নাৎসি আমলে হিটলারের ভঙ্গি নকল করে মোবাইলে পরস্পরের ছবি তুলছিলেন।
মধ্যবয়সী পুরুষ দুইজনের ভঙ্গিমা বা অঙ্গভঙ্গি দেখে কর্তৃপক্ষের মনে হয়েছে, তারা জার্মানিতে নিষিদ্ধ একটি সংগঠনের প্রতীক ধারণ করেছেন।
আর সেজন্য ওই দুই ব্যক্তির বিরুদ্ধে জার্মানিতে ফৌজদারি মামলার কার্যক্রম শুরু হয়েছে। তবে, আপাতত তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
কিন্তু সেজন্য একেকজনকে প্রায় ছয়শো ডলার করে গুনতে হয়েছে জরিমানা।
জার্মানিতে হিটলার এবং নাৎসিদের নিয়ে ঘৃণাসূচক বক্তব্য কিংবা প্রতীক প্রদর্শন সংক্রান্ত কঠোর আইন রয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
জার্মান পুলিশ বলছে, হিটলারি কায়দায় স্যালুট দেয়ার ভঙ্গিমায় ছবি তুলবার অভিযোগে তারা দুজন চীনা পর্যটককে আটক করেছে।
খবরে বলা হয়, বার্লিনের রাইখস্টাগে পার্লামেন্ট ভবন পেছনে রেখে ওই পর্যটক দুইজন নাৎসি আমলে হিটলারের ভঙ্গি নকল করে মোবাইলে পরস্পরের ছবি তুলছিলেন।
মধ্যবয়সী পুরুষ দুইজনের ভঙ্গিমা বা অঙ্গভঙ্গি দেখে কর্তৃপক্ষের মনে হয়েছে, তারা জার্মানিতে নিষিদ্ধ একটি সংগঠনের প্রতীক ধারণ করেছেন।
আর সেজন্য ওই দুই ব্যক্তির বিরুদ্ধে জার্মানিতে ফৌজদারি মামলার কার্যক্রম শুরু হয়েছে। তবে, আপাতত তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
কিন্তু সেজন্য একেকজনকে প্রায় ছয়শো ডলার করে গুনতে হয়েছে জরিমানা।
জার্মানিতে হিটলার এবং নাৎসিদের নিয়ে ঘৃণাসূচক বক্তব্য কিংবা প্রতীক প্রদর্শন সংক্রান্ত কঠোর আইন রয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি