যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় গুয়াম ঘাঁটির কাছাকাছি এলাকায় আগস্টের মাঝামাঝি সময় চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত বলে জানিয়েছে উত্তর কোরিয়া।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, পিয়ংইয়ংয়ের নেতা কিম জং-উন এই পরিকল্পনা অনুমোদন করলে হওয়াসং-১২ রকেট জাপানের ওপর দিয়ে গুয়াম থেকে ৩০ কিলোমিটার দূরে সাগরে ফেলা হবে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গুয়ামে মার্কিন বিমানঘাঁটি রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমানঘাঁটি। সেখানে সাবমেরিন ও কোস্টগার্ড ইউনিটও আছে।
এদিকে উত্তর কোরিয়ার এমন হুমকি-ধমকির পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রও। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, উত্তরের যেকোনো ব্যবস্থার মানে হলো তাদের শাসনক্ষমতার শেষ দেখা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্রদের বিরুদ্ধে যেকোনো যুদ্ধে অবতীর্ণ হলে উত্তর কোরিয়াকে ‘সমূলে উৎপাটন’ করা হবে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, পিয়ংইয়ংয়ের নেতা কিম জং-উন এই পরিকল্পনা অনুমোদন করলে হওয়াসং-১২ রকেট জাপানের ওপর দিয়ে গুয়াম থেকে ৩০ কিলোমিটার দূরে সাগরে ফেলা হবে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গুয়ামে মার্কিন বিমানঘাঁটি রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমানঘাঁটি। সেখানে সাবমেরিন ও কোস্টগার্ড ইউনিটও আছে।
এদিকে উত্তর কোরিয়ার এমন হুমকি-ধমকির পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রও। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, উত্তরের যেকোনো ব্যবস্থার মানে হলো তাদের শাসনক্ষমতার শেষ দেখা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্রদের বিরুদ্ধে যেকোনো যুদ্ধে অবতীর্ণ হলে উত্তর কোরিয়াকে ‘সমূলে উৎপাটন’ করা হবে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি